Jekhane Simanto Tomar Lyrics | যেখানে সীমান্ত তোমার

Jekhane Simanto Tomar Lyrics
যেখানে সীমান্ত তোমার
Song : Jekhane Shimanto Tomar
Singer : Kumar Bishwajit
Album : Megher Palki
Lyrics : Kawser Ahmed Chowdhury
Tune & Music : Lucky Akhand
Label : G-Series

Jekhane Simanto Tomar Lyrics

তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি, চিনি সে ঠিকানা,
তোমার মনের নীরব ভাষা
সেওতো আমার আছে জানা।

আমি তো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা,
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা,
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আশা।

তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা,
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে।
যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার,
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।

যেখানে সীমান্ত তোমার

যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেও তো আমার আছে জানা।
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।।
ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এনে
আমি চাই তারে দিতে আসা
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে ।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *