যারে ছেড়ে এলাম অবহেলে Lyrics | Jare Chere Elam Abohele Lyrics

যারে ছেড়ে এলাম অবহেলে Lyrics

Jare Chere Elam Abohele Lyrics

যারে ছেড়ে এলাম অবহেলে
Jare Chere Elam Abohele
ছায়াছবি: বেদের মেয়ে (১৯৬৯)
গীতিকার: পল্লীকবি জসীম উদ্দীন
সুরকার: আলতাফ মাহমুদ
কণ্ঠ: আব্দুল আলীম

 

যারে ছেড়ে এলাম অবহেলে Lyrics


যারে ছেড়ে এলাম অবহেলে রে
সে কি আবার আসবে ফিরে?
দোতারা মোর বাজবে কি আর রে?
ও যার তার গিয়াছে ছিঁড়ে রে
সে কি আবার আসবে ফিরে?
[পোষা পঙ্খি ছেড়ে দিয়ে
শূন্য খাঁচা লয়ে]-২
ওরে আর কতদিন কানব রে
আমি দেশান্তরী হয়ে।
সে ছিল মোর বুকের মণি রে
এখন জ্বলে সাপের শিরে রে
সে কি আবার আসবে ফিরে?
সে ছিল মোর আন্ধার ঘরের
পূর্ণ-মসির চাঁদ
হায়রে পূর্ণ-মসির চাঁদ
ও তারে একদিনও না
করলাম রে আদর
পুরাইয়া আস্বাদ।
আসমান তারে কাইড়া নিছে রে
না আসে দিলে মাথার কিরে রে
সে কি আবার আসবে ফিরে?
যারে ছেড়ে এলাম অবহেলে রে
সে কি আবার আসবে ফিরে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *