Jar Kopale Nai Sukh Lyrics | যার কপালে নাই সুখ

Jar Kopale Nai Sukh Lyrics

যার কপালে নাই সুখ

 

Jar Kopale Nai Sukh Lyrics

যার কপালে নাই সুখ
তার ব্রহ্মাণ্ড বৈমুখ,
দুঃখ বিনে সুখ নাই এ সংসারে
হরি দুখ দাও যেজনারে।

পূর্ব-অর্জিত ধন যদি গাদা থাকে ঘরে
কপালদোষে হয়, হয় স্থানান্তরে,
সেই ঘরে যা কিছু থাকে, সব চোরে চুরি করে
দলিলপত্র ধুয়ে ধাকে।

জলে বাস ক’রে জলে লাগাও আগুন
ক’রে দালানবাড়ি চটে খালি চুন,
তুমি যার কপালে যেদিন লাগাও হে আগুন
সেদিন লোহার কড়ি ঘুণে ধরে।

বাণিজ্য করিতে গেলাম দূরদেশে
খাঁটি সোনা রূপা কিনলাম মেজে-ঘষে,
আমার কপালদোষে হলো তামা-দস্তা-সীসে
হীরা বিকায় আমার জিরার দরে।

ক্ষেতে না হয় শস্য, বৃক্ষে না হয় ফল
দুগ্ধবতী গাভী দুগ্ধহীন সকল,
ওগো সরোবর শুন্য শুকায়ে যায় জল
জল বিনে মৎস্য মরে।

থাকতে পা ঋণ এসে জোটে
সেই ঋণের দায়ে বিকায় জমি জায়গা ভিটে,
তখন নীলকণ্ঠ তাই বেড়ায় ছুটে-ছুটে
খেটে-খুটে পেট না ভরে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *