যার কোলেতে জন্ম নিলি Lyrics | Jar Kolete Janmo Nili Lyrics

যার কোলেতে জন্ম নিলি Lyrics | Jar Kolete Janmo Nili Lyrics

যার কোলেতে জন্ম নিলি
Jar Kolete Janmo Nili
কথা ও সুর: ইথুন বাবু
শিল্পী: দিলরুবা,বেবী নাজনীন,
ডলি সায়ন্তনী,রিজিয়া পারভীন ও ছন্দামনি

 

যার কোলেতে জন্ম নিলি Lyrics


ও হো ও ও
[যার কোলেতে জন্ম নিলি
আঁধার ভেঙে বাইরে এলি
এই পৃথিবীর প্রথম আলো
পেলি রে যার কাছে
সেই মাকে কি দুঃখ দিতে আছে
সেই মাকে কি দুঃখ দিতে আছে]-২
যার কোলেতে জন্ম নিলি
আমারও তো মা ছিল রে,বুকে ছিল স্বাদ
পেয়েছি মায়ের স্নেহ মায়ের আশির্বাদ
আমারও তো মা ছিল রে,বুকে ছিল স্বাদ।
মা হারিয়ে আজকে আমার ও ও
মা হারিয়ে আজকে আমার
এই পৃথিবী শুন্য আঁধার
এই হৃদয় সেই হারানো মায়ের স্নেহই যাচে
[সেই মাকে কি দুঃখ দিতে আছে]-২
যার কোলেতে জন্ম নিলি
এ জীবনে শোধ কখনো হয় কি কোনোদিন ?
মায়ের কাছে জমা থাকে ছেলের যত ঋণ
এ জীবনে শোধ কখনো হয় কি কোনোদিন ?
তাইতো এমন বঞ্চনাতে ও ও
তাইতো এমন বঞ্চনাতে
দিন কেটে যায় যন্ত্রনাতে
নিজকে পুড়িয়ে ফেলি হাহাকারের কাজে
[সেই মাকে কি দুঃখ দিতে আছে]-২
যার কোলেতে জন্ম নিলি
আঁধার ভেঙে বাইরে এলি
এই পৃথিবীর প্রথম আলো
পেলি রে যার কাছে
[সেই মাকে কি দুঃখ দিতে আছে]-৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *