জনম সফল তার কৃষ্ণ দরশন যার Lyrics | Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics

জনম সফল তার কৃষ্ণ দরশন যার Lyrics

Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics

 

Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics

জনম সফল তা’র, কৃষ্ণ-দরশন যা’র
ভাগ্যে হইয়াছে একবার ।
বিকশিয়া হৃন্নয়ন করি’ কৃষ্ণ দরশন
ছাড়ে জীব চিত্তের বিকার ॥
বৃন্দাবন-কেলি চতুর বনমালী ।
ত্রিভঙ্গ-ভঙ্গিমারূপ বংশীধারী অপরূপ
রসময় নিধি, গুণশালী ॥
বর্ণ নব জলধর শিরে শিখিপিচ্ছবর
অলকা তিলক শোভা পায় ।
পরিধানে পীতবাস বদনে মধুর হাস
হেন রূপ জগৎ মাতায় ॥
ইন্দ্রনীল জিনি কৃষ্ণরূপখানি হেরিয়া কদম্বমুলে ।
মন উচাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে ॥
(সখি হে) সুধাময় সে রূপ মাধুরী ।
দেখিলে নয়ন, হয় অচেতন, ঝরে প্রেমময়বারি ॥
বিবা চুড়া শিরে কোবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম ।
চরণ কমলে, অমিয়া উছলে, তাহাতে নূপুর দাম ॥
সদা আশা করি ভৃঙ্গরূপ ধরি চরণকমলে স্থান ।
অনায়াসে পাই কৃষ্ণগুণ গাই আর না ভজিব আন ॥

 

জনম সফল তার কৃষ্ণ দরশন যার Lyrics

Check Also

Guru Bandana (গুরু বন্দনা) Lyrics | শ্রী গুরু চরণপদ্ম Lyrics | Shri Guru CharanaPadma Lyrics

গুরু বন্দনা Lyrics Guru Bandana Lyrics শ্রী গুরু চরণপদ্ম Lyrics Shri Guru CharanaPadma Lyrics গুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *