জনম সফল তার কৃষ্ণ দরশন যার Lyrics
Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics
Janam Safal Tar Krishna Darshan Kar Lyrics
জনম সফল তা’র, কৃষ্ণ-দরশন যা’র
ভাগ্যে হইয়াছে একবার ।
বিকশিয়া হৃন্নয়ন করি’ কৃষ্ণ দরশন
ছাড়ে জীব চিত্তের বিকার ॥
বৃন্দাবন-কেলি চতুর বনমালী ।
ত্রিভঙ্গ-ভঙ্গিমারূপ বংশীধারী অপরূপ
রসময় নিধি, গুণশালী ॥
বর্ণ নব জলধর শিরে শিখিপিচ্ছবর
অলকা তিলক শোভা পায় ।
পরিধানে পীতবাস বদনে মধুর হাস
হেন রূপ জগৎ মাতায় ॥
ইন্দ্রনীল জিনি কৃষ্ণরূপখানি হেরিয়া কদম্বমুলে ।
মন উচাটন না চলে চরণ সংসার গেলাম ভুলে ॥
(সখি হে) সুধাময় সে রূপ মাধুরী ।
দেখিলে নয়ন, হয় অচেতন, ঝরে প্রেমময়বারি ॥
বিবা চুড়া শিরে কোবা বংশী করে কিবা সে ত্রিভঙ্গ ঠাম ।
চরণ কমলে, অমিয়া উছলে, তাহাতে নূপুর দাম ॥
সদা আশা করি ভৃঙ্গরূপ ধরি চরণকমলে স্থান ।
অনায়াসে পাই কৃষ্ণগুণ গাই আর না ভজিব আন ॥
