যখন জমেছে মেঘ আকাশে
Jakhon Jomechhe Megh Akashe (1975)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অসীমা ভট্টাচার্য
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
Jakhon Jomechhe Megh Akashe Lyrics
যখন জমেছে মেঘ আকাশে
বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে
তোমায় যখন ভালোবেসেছি
আপন না হও যদি পর তো হবে
যখন জমেছে মেঘ আকাশে।
তোমার মনের দেশে
যখন গিয়েছি এসে,
সুখের ইন্দ্রপুরী না হলো,
দুঃখ ব্যথায় ভরা ঘর তো হবে
আপন না হও যদি পর তো হবে
যখন জমেছে মেঘ আকাশে।
চরণচিহ্ন দিলে এ পথে
কিছু না কিছু তো যাবে পাওয়া
হয় আসা নয় চলে যাওয়া
হয় ব্যথা নয় হাসি
কিছু তো বাজাবে বাঁশি;
কান্না দু’চোখে নদী না হলো
অশ্রুমতির বালুচর তো হবে
আপন না হও যদি পর তো হবে
যখন জমেছে মেঘ আকাশে
বৃষ্টি না হয় যদি ঝড় তো হবে
তোমায় যখন ভালোবেসেছি
আপন না হও যদি পর তো হবে
যখন জমেছে মেঘ আকাশে।