হৃদ সরোবরে ফুটিল নারে
Hridi Sorobore Futilo Nare
কথা ও সুর: সাধন ভবা পাগলা
Hridi Sorobore Futilo Nare Lyrics
Hridi Sorobore Futilo Nare Lyrics
হৃদ সরোবরে ফুটিল নারে
ফুটিল না নীল কমল ঐ গভীর জলে।
কত হলো কলি
কৃষ্ণ আর কালী
সহিল না কিছু
এ পোড়া কপালে।।
ফুটিতে চায় একটি কুসুম
বিষয় পোকা লেগে তাই করেছি নির্মূল।
হাইরে কেমনে পূজি তোমার ধনে
দিন চলে যায় মোর পলেপলে।।
নামের মালা কবে গলেতে পরিব
প্রেম অশ্রু জলে কবে ভাসিয়া যাইব
হেরিব কেমনে তোমার সমাধানে
ব্রজের ব্রজগোপী নন্দদুলালে।।
ভবা কহে, মা ভবানীর পায়
নবঘন শ্যাম দেখিবারে চাই
হৃদিবৃন্দাবনে শ্রীনন্দেরনন্দনে
বাজাবে বাঁশি রাধা রাধা বলে।।