Hoteo Pare Ei Dekha Sesh Dekha | হতেও পারে এই দেখা শেষ দেখা | শিল্পী : জেমস

Hoteo Pare Ei Dekha Sesh Dekha
হতেও পারে এই দেখা শেষ দেখা
শিল্পী : জেমস
নীরবেই, অভিমানে নিভৃতেই
করছো তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও সে হৃদয়ে প্রণয়েরই দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই মিলনমেলাই এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছ্বাস
হতেও পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নীরবতায় সে ব্যর্থ
হতেও পারে… এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
দুঃখই আমার, সাথেই আছে
তবু দেখো দুঃখী আমি নই তো
ডাক দিয়ে যায় প্রণয় মেলা
এতেই নিহিত সুখ হয়তো
কিসের এত দুঃখ তোমার
সারাক্ষণ বসে বসে ভাবছ
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প
নীরবে অভিমানে নিভৃতেই
করছো তিলে তিলে নিজেকে শেষ
কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু ভেঙে ফেল এই কারাগার
খুলে দাও, খুলে দাও সে হৃদয়ে প্রণয়েরই দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান

Check Also

“Imagine” John Lenon Lyrics

“Imagine” John Lenon Imagine there’s no heaven It’s easy if you try No hell below …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *