Hori Tomar SorboRup Lyrics
হরি তোমার সর্বরূপ
Hori Tomar SorboRup Lyrics
হরি তোমার সর্বরূপ
মাতৃরূপ সার,
তুমি সর্বরূপ প্রকাশিলে
প্রসবিলে ত্রিসংসার।
কে জানে হে তোমার মর্ম,
কোন রূপে কি করো কর্ম
পরম ব্রহ্ম,
ও তুমি পিতৃরূপে দিয়ে জন্ম
মাতৃরূপে দাও স্তন্যধার।
পিতার কোলে থাকলে ছেলে,
স্থির মানে না ক্ষুধা পেলে
ডাকে মা বলে,
ও আবার মায়ের ছেলে মাকে পেলে
পিতার কোলে যায় না আর।
মাতৃহীন বালক যারা,
কি কষ্টে কাল কাটায় তারা
জানে মা তারা,
ও সে দীনহীন কাঙালের মতো
চোখে ধারা অনিবার।
মায়ের মায়া পুত্রে যত
পিতার মায়া নাই রে তত
শাস্ত্র-সম্মত,
মা কথাটি বদন-ভরা
তুলনা দিতে নাহি তার।
দিন-অন্তে যে কৃষ্ণ বলে,
প্রাণ-অন্তে তার কি ফল ফলে
কার সাধ্য কে বলে,
নীলকণ্ঠ বলে ওপর সিন্ধুজলে
অনায়াসে হবি পার।