হরি হরি কবে হবে হেন দশা মোর Lyrics
Hori Hori Kobe Hobe Heno Dasha Mor Lyrics
হরি হরি কবে হবে হেন দশা মোর
Hori Hori Kobe Hobe Heno Dasha Mor
পদকর্তা: নরোত্তম দাস ঠাকুর
কণ্ঠ: শ্রীবিশ্বজিৎ দাস ব্রহ্মচারী
হরি হরি কবে হবে হেন দশা মোর Lyrics
[হরি হরি! কবে হবে হেন দশা মোর]-২
[সেবিব দোঁহার পদ
আনন্দে বিভোর আনন্দে বিভোর]-২
হরি হরি! কবে হবে হেন দশা মোর।
[ভ্রমর হইয়া সদা রহিব চরণে]-২
[শ্রীচরণামৃত সদা করিব আস্বাদনে]-২
[এই আশা করি আমি-যত সখীগণ]-২
[তোমাদের কৃপায় হয় বাঞ্ছিত পূরণ]-২
[বহুদিন বাঞ্ছা করি’ পূর্ণ যাতে হয়]-২
[সবে মেলি’ দয়া কর
হইয়া সদয় হইয়া সদয়]-২
[সেবা-আশে নরোত্তম কান্দে দিবানিশি]-২
[কৃপা করি’ কর মোরে অনুগত-দাসী]-২
[হরি হরি! কবে হবে হেন দশা মোর]-২
[সেবিব দোঁহার পদ
আনন্দে বিভোর আনন্দে বিভোর]-২
[হরি হরি! কবে হবে হেন দশা মোর]-৩