Hey Dayal Thakur Lyrics | হে দয়াল ঠাকুর | Anukul Thakur Bangla Bhajan

Hey Dayal Thakur Lyrics
Hey Dayal Thakur | হে দয়াল ঠাকুর | Anukul Thakur Bangla Bhajan Presenting New Bengali Song Hey Dayal Thakur from The Album Satsange Chalo Mon শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গান lyrics

Album : Satsange Chalo Mon
Song : Hey Dayal Thakur
Singer : Manu Dey
Lyrics : Biswajit Ghosh
Music : Biswajit Ghosh
Label : Beethoven Records
Category : Devotional
Language : Bengali
Digital Partner : RDC MEDIA PVT.LTD.

 

Hey Dayal Thakur Lyrics

হে দয়াল ঠাকুর

তুমি আছো কত দূর

পাব কী তোমার দরশন।।

 

তোমারই বিহনে

ঝরে জল নয়নে

বোঝ না ভক্তের নিবেদন।।

 

এসে ভবের মাঝেতে

বেঁধেছিলাম খেলাঘর

বেলা শেষে দেখি দয়াল

সবাই আমার পর।

কী ভুল করেছি আমি

ঐ সারাটা জীবন।।

 

জীবনে পেয়েছি যে সব

তবু কী যে যেন নাই

কোথায় গেলে দয়াল গুরু

তোমায় কাছে পাই।

আর কী তোমার সাথে

আমার হবে না মিলন।।

 

আমার মনেরই আশা

দয়াল তোমারে জানাই

ও রাঙা চরণ ছাড়া

কিছু না আর চাই

বিশ্বজিৎ কয় আছি আমি

ঐ না চাতকের মতন।।

 

 

 

 

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *