Hari Naam Satya Gurunam Satya Lyrics | হরিনাম সত্য গুরুনাম সত্য

Hari Naam Satya Gurunam Satya Lyrics
হরিনাম সত্য গুরুনাম সত্য
অ্যালবাম: হরি নাম সত্য(১৯৯৮)
কথা: বৈদ্যনাথ দেবনাথ
সুর ও কণ্ঠ: পরীক্ষিত বালা

Hari Naam Satya Gurunam Satya Lyrics

[হরিনাম সত্য গুরুনাম সত্য]-২
এইটুকু সঙ্গে যাবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-২
[হরিনাম সত্য গুরুনাম সত্য]-২
এইটুকু সঙ্গে যাবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-২
[ভেবে দেখ রে মন কেউতো কারো নয়,
দু’দিনের তরে মায়ার অভিনয়]-২
[নিত্য কর হরিনাম,পূর্ণ হবে মনস্কাম]-২
হাসিতে খেলিতে চলে যাবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-২
[অনিত্য ধন লইয়া কর টানাটানি,
নিত্য হরিনাম কর জানাজানি]-২
[গুরু হয়ে কাণ্ডারি দেবে ভবনদী পাড়ি]-২
হাসিতে খেলিতে চলে যাবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-২
[অধম বৈদ্যনাথে কয় লহ নাম রসনায়
হরিনাম বিনা আর জীবের গতি নাই]-২
[কবে হবে মোর মতি পাইবো জগৎপতি]-২
ব্রজের গোবিন্দ আসিবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-২
[হরিনাম সত্য গুরুনাম সত্য]-২
এইটুকু সঙ্গে যাবে
[অসার সংসারে মায়ার সাগরে
সকলি পড়িয়া রবে]-৩
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *