হরি হে দয়াল মোর জয় রাধানাথ Lyrics
Hari He Doyal Mor Jay Radha Nath Lyrics
হরি হে দয়াল মোর জয় রাধানাথ Lyrics
হরি হে দয়াল মোর জয় রাধানাথ ।
বার বার এইবার লহ নিজ সাথ ॥
বহু যোনি ভ্রমি নাথ ! লইনু শরণ ।
নিজ গুণে কৃপা কর অধম তারণ ॥
জগতকারণ তুমি জগতজীবন ।
তোমা ছাড়া কারো ন’হি হে রাধারমণ ॥
ভুবনমঙ্গল তুমি ভুবনের পতি ।
তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি ॥
ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে ।
তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে ॥
