হরি হে দয়াল মোর জয় রাধানাথ Lyrics | Hari He Doyal Mor Jay Radha Nath Lyrics

হরি হে দয়াল মোর জয় রাধানাথ Lyrics

Hari He Doyal Mor Jay Radha Nath Lyrics

 

হরি হে দয়াল মোর জয় রাধানাথ Lyrics

 

হরি হে দয়াল মোর জয় রাধানাথ ।
বার বার এইবার লহ নিজ সাথ ॥

বহু যোনি ভ্রমি নাথ ! লইনু শরণ ।
নিজ গুণে কৃপা কর অধম তারণ ॥

জগতকারণ তুমি জগতজীবন ।
তোমা ছাড়া কারো ন’হি হে রাধারমণ ॥

ভুবনমঙ্গল তুমি ভুবনের পতি ।
তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি ॥

ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে ।
তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে ॥

Check Also

Guru Bandana (গুরু বন্দনা) Lyrics | শ্রী গুরু চরণপদ্ম Lyrics | Shri Guru CharanaPadma Lyrics

গুরু বন্দনা Lyrics Guru Bandana Lyrics শ্রী গুরু চরণপদ্ম Lyrics Shri Guru CharanaPadma Lyrics গুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *