গুরুর গুরু তুমি Lyrics
Gurur Guru Tumi Lyrics
গুরুর গুরু তুমি
Gurur Guru Tumi
অ্যালবাম: চির কিশোর
(আমি নেই আছে গান)
গীতিকার ও সঙ্গীত:
মনোজিৎ গোস্বামী
সুরকার: অজয় দাস
শিল্পী: সুজয় ভৌমিক
গুরুর গুরু তুমি Lyrics
[জীবনে চলার পথে একজনই হয়
রাত শেষে প্রতিদিন ভোরকে চেনায়]-২
শিক্ষায় দীক্ষায় ভরিয়ে তোলে
সবকিছু তুলে দেয় উজাড় করে
[সেই তো গুরু জানি সেই তো গুরু
গুরুর গুরু তুমি পরম গুরু]-২
[পথ চলা শুরু হয় যার হাতে হাত ধরে
ভালোবেসে দুই হাতে নেয় যে আপন করে]-২
যার চোখে পৃথিবীকে চিনতে শেখা
আঁধার শেষে ফোটে আলোর শিখা
[সেই তো গুরু জানি সেই তো গুরু
গুরুর গুরু তুমি পরম গুরু]-২
[বিন্দু বিন্দু থেকে যেভাবে সিন্ধু গড়ে
কুঁড়ি থেকে যেইভাবে ফুলেরা পাঁপড়ি মেলে]-২
কেউ সেই দেবতার পায় ছোঁয়া পায়
কেউতো বা দূর থেকে রয় চেয়ে রয়
[সেই তো গুরু জানি সেই তো গুরু
গুরুর গুরু তুমি পরম গুরু]-২