গানের পৃথিবীতে বড়ই আধার Lyrics
Gaaner Prithibite Boroi Adhar Lyrics
শিল্পী-দেবাশিষ দাসগুপ্ত
গানের পৃথিবীতে বড়ই আধার Lyrics
গানের পৃথিবীতে বড়ই আধার,
এখন এখানে মুকেশও নেই,
রফিও নেই,নেইতো কিশোর কুমার,
এখানে বড়ই আঁধার।।
যাদের আঙুল ধরে ধরে
চলতে শুরু করেছিলাম।
মাটির কোলে ছিল তারা
অকালে যে সব হারালাম।।
দিশাহারা তাইতো এখন।।
কেউ কোথা নেই আর
এখানে বড়ই আঁধার।
কি আর তাদের দিতে পারি
যেটুকু সুর আছে গলায়
সেই সুরেরি অঞ্জলি আজ
রাখি তাদের পায়ের তলায়।।
নগন্য এক শিল্পী জানায়।।
শ্রদ্ধা নমস্কার।
এখানে বড়ই আঁধার।
গানের পৃথিবীতে বড়ই আধার
এখন এখানে মুকেশও নেই
রফিও নেই,নেইতো কিশোর কুমার।
এখানে বড়ই আঁধার
এখানে বড়ই আঁধার
এখানে বড়ই আঁধার
এখানে বড়ই আঁধার।