Fire Ja Kamakanto Lyrics
ফিরে যা কমলাকান্ত
Fire Ja Kamakanto Lyrics
ফিরে যা কমলাকান্ত
চিন্তা কি তোর অন্তরে,
ঘরে আছে তোর মা জননী
রাখবি তারে যতন ক’রে।
আদ্যাশক্তি-স্বরূপিণী
উদরে স্থান দিলেন যিনি,
ঘরে রইল তোর মা জননী
রাখবি তারে যতন ক’রে।
আমি গিয়েছিলাম কাশী-বিশ্বশ্বরে
এই দেহ পতন করিবার তরে,
বাবা বলিলেন স্বপ্নের ঘোরে
যা রে তুই ত্রিবেণীর তীরে।
আমার অধ-অঙ্গ গঙ্গার জলে
অধ-অঙ্গ ত্রিবেণীর কূলে,
ডাকি গঙ্গা-গঙ্গা ব’লে
স্থান দিও মা চরণতলে।
নীলকণ্ঠের মন উৎকণ্ঠ
নীলকণ্ঠকে ঘিরিল কণ্টক,
কৃতান্ত ঘিরেছে তারে
দেখি তারে কেউ রাখতে পারে।
নীলকণ্ঠের মন উৎকণ্ঠ
নীলকণ্ঠকে ঘিরিল কণ্টক,
কহেন এবার শ্রীকণ্ঠ
লাগছে চিন্তা মনে রে।