Eto Bived Keno Manushe Manusheo Lyrics | এত বিভেদ কেন মানুষে মানুষে

Eto Bived Keno Manushe Manusheo Lyrics

এত বিভেদ কেন মানুষে মানুষে
কথা,সুর ও কণ্ঠ: সাধন দাস বৈরাগ্য

 

Eto Bived Keno Manushe Manusheo Lyrics

এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই,
এত বিভেদ কেন মানুষে মানুষে?
হিংসা-নিন্দা-বিদ্বেষ ভুলে
সবাই থাকো না মিলেমিশে
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই,
এত বিভেদ কেন মানুষে মানুষে?
[যদি সবাই হয় প্রকৃতির সন্তান
তবে কে হিন্দু আর কে মুসলমান?
কে হিন্দু আর কে মুসলমান?]-২
[কে বৌদ্ধ আর কেবা খ্রিস্টান?]-২
সবাই থাকো না মিলেমিশে
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই
এত বিভেদ কেন মানুষে মানুষে?
[কবিগুরু রবীন্দ্রনাথ আর শ্রীরামকৃষ্ণ
মহাত্মা গান্ধী,কাজী নজরুল আর বিবেকানন্দ]-২
[আউল-বাউল-দরবেশ-ফকির]-২
সর্বধর্ম-সমন্বয়ের কথা বলেছে।
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই
এত বিভেদ কেন মানুষে মানুষে?
[(এবার) ছাড়ো ধর্মের সংকীর্ণতা
দেখাও মনের উদারতা]-২
[এই হৃদয় হোক আকাশের মতো]-২
সবাই থাকো না প্রেমাবেশে।
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই,
এত বিভেদ কেন মানুষে মানুষে?
[একই মাটি একই বীজ
একই গাছের ফল,
এক বীজেতে জন্ম মোদের
মোরা এক মায়ের ফসল]-২
[ফকির সাধন করে এই নিবেদন]-২
মানুষ দেখো মানুষে,
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই,
এত বিভেদ কেন মানুষে মানুষে?
[হিংসা-নিন্দা-বিদ্বেষ ভুলে]-২
সবাই থাকো না মিলেমিশে,
ভেদ করো না মানুষে-মানুষে।
এত বিভেদ কেন মানুষে মানুষে?
ও মানুষ ভাই,
এত বিভেদ কেন মানুষে মানুষে?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *