এমন তাবিজ করবো তোমারে Lyrics
Emon Tabij Korbo Tomare Lyrics
এমন তাবিজ করবো তোমারে Lyrics
এমন তাবিজ করবো তোমারে
যেদিকে চাও সেদিক তুমি
দেখবা শুধু আমারে
যেদিকে চাও সেদিক তুমি
দেখবা শুধু আমারে
এমন তাবিজ করবো তোমারে
আমার এক বান্ধবী দিছে
সাধু বাবার ঠিকানা
দামটা একটু বেশি হলেও
কাজ করে ১৬ আনা – ২
যার লাইগা যার পরাণ কান্দে
স্বপ্নে দেখে তারে – ২
এমন তাবিজ করবো তোমারে
তুমি যখন কথা বলো
লাগে অনেক ভালো
এই জীবনের জীবন তুমি
আমার চাঁদের আলো – ২
হাসান মতি খুঁজে আজও – ২
ভালোবাসে যারে
এমন তাবিজ করবো তোমারে
কথা ও সুর : হাসান মতিউর