এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে | Emon Madhu Makha Harinam Nimai Kotha

এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে
Emon Madhu Makha Harinam Nimai Kotha
কথা ও সুর: স্বামী সচ্চিদানন্দ
কণ্ঠ: স্বামী শিবাধীশানন্দ

 

এমন মধুমাখা হরিনাম নিমাই কোথা হতে এনেছে


[এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে]-৩
[(নাম) একবার শুনে হৃদয়-বীণে]-২
অমনি বেজে উঠেছে
নাম একবার শুনে হৃদয়-বীণে
অমনি বেজে উঠেছে
এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?
[বহুদিন শ্রবণে শুনেছি ওই নাম
কভু তো এমন করেনি পরাণ]-২
[(আজ) কী যেন কী এক নব ভাবোদয়!]-২
হৃদয় মাঝারে হতেছে
আজ কী যেন কী এক নব ভাবোদয়!
হৃদয় মাঝারে হতেছে
এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?
[কেটে গেছে বিষয় নয়নের ঘোর,
গলে গেছে কঠিন হৃদয় মোর]-২
[(আজ) কী যেন কী এক উজল জগতে!]-২
আমায় নিয়ে চলেছে
আজ কী যেন কী এক উজল জগতে
আমায় নিয়ে চলেছে
এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?
[আজ হতে নিমাই তোর সঙ্গে রবো
জ্ঞানের গরব আর না করিব]-২
[আজ সব ছেড়ে দিয়ে হরি হরি বলে
নাচিতে বাসনা হতেছে]-২
আজ সব ছেড়ে দিয়ে হরি হরি বলে
নাচিতে বাসনা হতেছে
এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?
[কে যেন কহিছে মোর কানে কানে
পারের উপায় হলো এতদিনে]-২
[আজ প্রেমের পসরা ধরি নিজ শিরে
প্রেমের ঠাকুর এসেছে]-২
আজ প্রেমের পসরা ধরি নিজ শিরে
প্রেমের ঠাকুর এসেছে
এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?
[(নাম) একবার শুনে হৃদয়-বীণে]-২
অমনি বেজে উঠেছে
নাম একবার শুনে হৃদয়-বীণে
অমনি বেজে উঠেছে
[এমন মধুমাখা হরিনাম
নিমাই কোথা হতে এনেছে?]-৩

 

Emon Madhu Makha Harinam Nimai Kotha

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *