Ekta Domka Haua Lyrics
একটা দমকা হাওয়া
Ekta Domka Haua Lyrics
একটা দমকা হাওয়া
জীবনটারে করলো এলোমেলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
একটা দমকা হাওয়া
জীবনটারে করলো এলোমেলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
.
.
বিধি কষ্ট দিয়া বুকে
বিধি কষ্ট দিয়া বুকে
সুজনেরি কাঁদাও কেন
আজ আমারি দুঃখে
বিধি কষ্ট দিয়া বুকে
বিধি কষ্ট দিয়া বুকে
তোমার এক ইশারায় কত রাজা
ও ও ও ও,,,,,,, ও ও ও
তোমার এক ইশারায় কত রাজা
পথের ফকির হলো
আদম-হাওয়া তোমার চালে
স্বর্গ থেকে এলো,,,
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
.
.
পাখি কয় না কথা মুখে
পাখি কয় না কথা মুখে
সোনার খাঁচায় থেকেও সে
মরে যে অসুখে
পাখি কয় না কথা মুখে
পাখি কয় না কথা মুখে
তুমি শূন্যে বসে মনের রসে
ওওওও……..ওওওওওও
তুমি শূন্যে বসে মনের রসে
যা খুশি তা খেলো,,,,
ইচ্ছে হলে দিতে পারো
অন্ধজনে আলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
একটা দমকা হাওয়া
জীবনটারে করলো এলোমেলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো
ও বিধাতা বিনা দোষে
কিসের সাজা হলো