EI TO JIBON Lyrics
এই তো জীবন Lyrics
KISHORE KUMAR
করুক মাথা ঝিমঝিম Lyrics
Koruk Matha JhimJhim Lyrics
✤ Song :- EI TO JIBON(এই তো জীবন)
✤ Movie :- OGO BODHU SUNDARI
✤ Singer :- KISHORE KUMAR
✤ Cast :- UTTAM KUMAR,MAUSUMI CHATTERJEE,RANJIT MULLICK,SABITRI CHATTERJEE, ETC
✤ Lyrics :- BIBHUTI MUKHERJEE
✤ Music : BAPPI LAHIRI
✤ Director :SALIL DUTTA,
✤ Label : Echo Entertainment Pvt Ltd
✤ Language : Bengali
EI TO JIBON Lyrics
এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম
এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
কি?
সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
কি?
চলে এসো, এসো বলছি
যাবো বলে তো আসিনি আজকে
আজ হবেই হবে সর্বনাশ
স্বর্গ যদি না হয়, সখী
হোক না তবে নরকবাস
Rubbish!
Scandal চাই, বুঝলে?
Scandal চাই background-এ
নইলে এই সমাজে
পুরুষ বলে পাবে না মান
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
ছি!
সাহেবরা সব চলে গেছে (গেছে বুঝি?)
স্বাধীন করে দেশটাকে (সত্যি?)
আমরা ওদের ছাড়িনি তো
ধরে আছি তবু লেজটাকে
মদ খাচ্ছি, party দিচ্ছি
Suit-boot পরে ঘুরে বেড়াচ্ছি
Top to bottom ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ
মদ্যপানের বিরুদ্ধে যারা
তাদের মাথায় পড়ুক বাজ
What!
Yes!
খাও, খাও, বুঁদ হয়ে ডুবে যাও
দেখো চোখে চোখে সর্ষে ফুল
করুক মাথা ঝিমঝিম
লোলা-লুলু, কেন তোমার বয়েস হয় না ১৬?
আমার 19
এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ
বেয়ারা, অ্যাই, চালাও ফোয়ারা
জিন, শেরি, শ্যাম্পেন, রাম