Ei Prithibir Pore Lyrics | এই পৃথিবীর পরে

Ei Prithibir Pore Lyrics
এই পৃথিবীর পরে
Song by Sabina Yasmin
Song : Ei Prithibir Pore
Singer : Sabina Yesmin
Lyric : Mustafizor rahman
Composition : Satto Shaha
Movie : Alor Misil
Director & Screenplay : Mita
Label : Laser Vision
Genre : Modern

Ei Prithibir Pore Lyrics

এই পৃথিবীর পরে
কত ফুল ফোটে আর ঝরে
সে কথা কি কোনদিন
কখনো কারো মনে পড়ে।।
তবুও তো ফোটে ফুল
পাখি গান গায়।
ভাবেনা তো কেউ তারে
চায় কি না চায়।
ফুলের প্রাণে পাখির গানে
কত না আশা রয় অগোচরে।।
সারা নিশি জ্বলে কত
দীপ নিভে যায়
নিজেরে পোড়ায় ধূপ
গন্ধ বিলায়।
দীপের কথা ধূপের ব্যথা।
স্মরণ করো কোন অবসরে।

এই পৃথিবীর পরে

এই পৃথিবীর ‘পরেকত ফুল ফোটে আর ঝরেসে কথা কি কোনোদিনকখনও কারও মনে পড়ে?
এই পৃথিবীর ‘পরেকত ফুল ফোটে আর ঝরেসে কথা কি কোনোদিনকখনও কারও মনে পড়ে?
তবুও তো ফোটে ফুলপাখি গান গায়ভাবে না তো কেউ তারেচায় কি না চায়
তবুও তো ফোটে ফুলপাখি গান গায়ভাবে না তো কেউ তারেচায় কি না চায়
ফুলের কানে, পাখির গানেফুলের কানে, পাখির গানেকত না কথা রয় অগোচরে
এই পৃথিবীর ‘পরেকত ফুল ফোটে আর ঝরেসে কথা কি কোনোদিনকখনও কারও মনে পড়ে?
সারা নিশি জ্বলে কতদীপ নিভে যায়নিজেরে পোড়ায়ে ধূপগন্ধ বিলায়
সারা নিশি জ্বলে কতদীপ নিভে যায়নিজেরে পোড়ায়ে ধূপগন্ধ বিলায়
দীপের কথা, ধূপের ব্যথাদীপের কথা, ধূপের ব্যথাস্মরণ করো কোনো অবসরে
এই পৃথিবীর ‘পরেকত ফুল ফোটে আর ঝরেসে কথা কি কোনোদিনকখনও কারও মনে পড়ে?
এই পৃথিবীর ‘পরেকত ফুল ফোটে আর ঝরেসে কথা কি কোনোদিনকখনও কারও মনে পড়ে?কখনও কারও মনে পড়ে?কখনও কারও মনে পড়ে?

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *