Dukkho Take Dilam Chuti Lyrics
দুঃখ টাকে দিলাম ছুটি
Dukkho Take Dilam Chuti Lyrics
দুঃখ টাকে দিলাম ছুটি,
আসবেনা ফিরে!
এক পৃথিবী ভালোবাসা
রয়েছে ঘিরে !
মনটা যেন আজ
পাখির ডানা!!
হারিয়ে যেতে তাই
নেইতো মানা!
চুপি চুপি স্বপ্ন ডাকে
হাত বাড়িয়ে!
মন চায়,মন চায়
যেখানে চোখ যায়,
সেখানে যাব হারিয়ে!!