Dub Dub Rup Sagore | ডুব ডুব রূপ সাগরে | Sri Ramakrishna Paramhansa Dev | Kuber Gosai | Aditi Munshi
১৮৮৬ সালের ১লা জানুয়ারি সকল অনুগামীদের কাছে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ । সেই পূণ্য তিথিতে পৃথিবীর বুকে সেই ঈশ্বরের অবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে উৎসর্গ করে কুবের গোসাই রচিত আমার গান ‘ডুব ডুব ডুব রূপ সাগরে’। সকলকে গানটি শোনার আন্তরিক অনুরোধ রইলো।
ডুব ডুব রূপ সাগরে | শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব | কুবের গোসাই | কল্পতরু দিবস
Dub Dub Rup Sagore
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রতন ধন,
পাবি রে প্রেম রতন ধন।
ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন,
ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন।
খোঁজ-খোঁজ-খোঁজ খুঁজলে পাবি
হৃদয়-মাঝে বৃন্দাবন,
খোঁজ খোঁজ খোঁজ খুঁজলে পাবি
হৃদয় মাঝে বৃন্দাবন।
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি
জ্বলবে হৃদে অনুক্ষণ।
ডুব ডুব ডুব ডুব সাগরে আমার মন।
ড্যাং ড্যাং ড্যাং ড্যাঙায় ডিঙে
চালায় বল সে কোন জন,
ড্যাং ড্যাং ড্যাং ড্যাঙায় ডিঙে
চালায় বল সে কোন জন?
কুবীর বলে শোন শোন শোন,
কুবীর বলে শোন শোন শোন,
ভাব গুরুর শ্রীচরণ,
ভাব গুরুর শ্রীচরণ।
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রতন ধন,
পাবি রে প্রেম রতন ধন।
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন।