Doyal Bichar Koro Lyrics | দয়াল বিচার করো

Doyal Bichar Koro Lyrics

দয়াল বিচার করো

 

Doyal Bichar Koro Lyrics

তুমি সব করতে পারো, নায্য বিচার করো
তোমার বিচার কেউ মানে, কেউ মানে না,
দয়াল বিচার করো ষোলোাআনা গো।

তোমার বিচার দয়াল ক্রমে-ক্রমে হয়
কোর্ট-কাছারি কিংবা আদালতে নয়,
তুমি যাহারে দাও ব্যাধি, মিলে না ঔষধি
কানা-খোঁড়া হয়ে কেউ রাস্তায় চলতে পারে না।

কঠিন অপরাধীদের দাও কঠিন-কঠিন দণ্ড
কারুর করো ভালো দয়াল, কারুর করো মন্দ,
তাই উচিত মতো দণ্ড দাও হে গোবিন্দ
কলিযুগে কেউ কেউ বোঝে না।

আর নীলকণ্ঠ বলে আমি কঠিন অপরাধী
কোন দিনে আসবে শমন নিয়ে যাবে বাঁধি,
সেই শেষ দিনে দীনবন্ধু বিনে
আর কে আছে আমার বলো না, বলো না।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *