Doyal Bhandari More Lyrics
দয়াল ভাণ্ডারী মোরে
রচয়িতা- ফকির রমেশ শীল মাইজভাণ্ডারী
দয়াল ভাণ্ডারী মোরে ত্বরাইয়া লইও
চরম দিনে পরম বন্ধুর চরণ দেখাইও।।
তোমার যত পাগল দলে, কবরে ফেরেস্তা গেলে।
দয়া করে গো সওয়ালে সঙ্গে থাকিও।।
হজ্ব রোজা কলমা আর নামায যাকাত সার।
এই পাঁচ কাজে দাসগণকে মশগুল রাখিও।।
বরজকে নামায পড়াইয়ে নজরানা যাকাত দিয়ে।
তোমার কদম কাবায় হজ্ব করাইয়া হাজী সাজাইও।।
দুনিয়ার লালশা হতে রোজা রেখে ভাল মতে।
তোমার অমৃতময় তবারুক দিয়ে ইফতার করাইও।।
দমে দমে তোমার নাম, রমেশ কহে কলেমার কাম।
জান্নাত কি জাহান্নাম তুমি করাইও।।