Dorodiya Tui Je Amar Antore Antor Lyrics
দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর
কুমার বিশ্বজিৎ
Dorodiya Tui Je Amar Antore Antor Lyrics
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়া রে
কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙ্গিস ঘর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়া রে
কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙ্গিস ঘর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
বনের আগুন দেখে সবাই বন পোড়াইলে রে
বন পোড়াইলে রে
মনের আগুন দেখে না কেও মন পোড়াইলে রে
মন পোড়াইলে রে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন রে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
বন পোড়াইলে রে
মনের আগুন দেখে না কেও মন পোড়াইলে রে
মন পোড়াইলে রে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন রে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়া রে
মুখ লুকাইয়া রে
বোঝে না কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে
জল শুকাইয়া রে
তবু কেন্দে কেন্দে তোরে নিয়া রে
তবু কেন্দে কেন্দে তোরে নিয়া বাঁচি জনমভর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়া রে
কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙ্গিস ঘর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া
মুখ লুকাইয়া রে
বোঝে না কেউ চক্ষু কান্দে জল শুকাইয়া রে
জল শুকাইয়া রে
তবু কেন্দে কেন্দে তোরে নিয়া রে
তবু কেন্দে কেন্দে তোরে নিয়া বাঁচি জনমভর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়া রে
কেন এই বুকেতে ঘর বানাইয়া নিজেই ভাঙ্গিস ঘর
দরদিয়া, তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া
দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর
দরদিয়া .. তুই যে আমার অন্তরে অন্তর
কেন এই বুকেতে ঘর বানাইয়ারে
নিজেই ভাঙিস ঘর?
বনের আগুন দেখে সবাই বন পোড়াইলেরে
মনের আগুন দেখে না কেউ মন পোড়াইলেরে
ও তুই জ্বেলে দিলি কি যে আগুন বুকেরই ভিতর।
বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়ারে,
বোঝে না কেউ চক্ষু কান্দে জল শুকাইয়ারে,
তবু কেন্দে কেন্দে তোরে নিয়ারে,