Dolna Lyrics | দোলনা

Singer : Arfin Rumey & Nancy
Album : The Hit Album III
Lyric : Marjuk Russel
Tune & Music : Arfin Rumi
Label : Agniveena

Dolna Lyrics

দোলনা একা একা দোলতে পারে না
তাকে দোলাতে হয়
তুমি দোলা দাও আর আমি দুলে যাই
দোলনায় দোলনায় দোলনায়
চাঁদের নিজের কোনো আলো নেই, জানো?
সুর্য আড়াল থেকে আলো দিয়ে যায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
দোল খেতে খেতে
চোখে এসে গেলে ঘুম
ঘুমের ভিতরে কিযে
হবে ভাবি হুম…হুম……
যাই হয় হোক
তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
হাওয়ায় দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *