Dekhlam E Shongshar Bhojbaji Prokar Lyrics
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
Lyrics: Lalon Shah
Dekhlam E Shongshar Bhojbaji Prokar Lyrics
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে কেবা কোথা যায়।
মিছে এ ঘর-বাড়ি, মিছে ধন টাকা-কড়ি
মিছে দৌড়াদৌড়ি করি, কার মায়ায়॥
কীর্তিকর্মার কীর্তি কে বুঝিতে পারে
সে বা জীবকে নেয় কোথা ধরে
এ কথা আমি শুধাব কারে
নিগূঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়॥
যে করে এই নিলে, তারে চিনলাম না
আমি আমি বলি, আমি কোন্ জনা
মরি কি আজব কারখানা
গুণে পড়ে কিছু ঠাহর নারে পায়॥
ভয় ঘোচে না আমার দিবা রজনী
কার সাথে কোন দেশে যাব না জানি
দরবেশ সিরাজ সাঁই কয় বিষম কার গণি
পাগল হয় রে লালন যে তাই বুঝতে চায়॥