দেখা দে তারা আমায়, দেখা দে তারা | Dekha De Tara Amay, Dekha De Tara | Key Lyrics

দেখা দে তারা আমায়, দেখা দে তারা

Dekha De Tara Amay, Dekha De Tara

Key Lyrics

দেখা দে তারা আমায়, দেখা দে তারা,

আরেকটা দিন গেল চলে

কোথায় গেলি আমায় ফেলে

ডেকে ডেকে পাইনে সারা, মাগো !!!

অন্ধকারে পড়ে আছি একটুও নেই আলো,

মাগো আমার চেতনাতে একটি প্রদীপ জ্বালো

যাক মুছে সব কালো ||

জনম মরণ গোলকধাঁধায় ঘুরে ঘুরে মরি,

এবার আমায় কোলে নে মা,মুক্তি দে শঙ্করী

মা,তোর দুপায়ে পড়ি |

দেখা দে তারা আমায় দেখা দে তারা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *