Cigarette Naho Tumi Swet-Pari Lyrics | সিগারেট নহো তুমি শ্বেতপরি

সিগারেট নহো তুমি শ্বেতপরি
Cigarette Naho Tumi Swet-Pari
কথা: শিবদাস ব্যানার্জী
সংগীত: কিশোর কুমার
কণ্ঠ: কিশোর কুমার

 

Cigarette Naho Tumi Swet-Pari Lyrics

অ্যাঁ আ হা
ইয়ে এ্যায়সা-ব্যায়সা দম নেহীঁ,
সিগারেট কা দম হ্যায়,আঁ(হা)
তো বোলো,সিগারেট মাঈয়া কী (জয়)
[Cigarette নহ তুমি শ্বেতপরি]-২
গোল গোল সাদা,আহা মরি মরি!
ভাবনার প্রতি পলে তুমি সাথি
দুটি ঠোঁটের মাঝে আমি জড়িয়ে ধরি
Cigarette নহ তুমি শ্বেতপরি
গোল গোল সাদা,আহা মরি মরি!
Cigarette,cigarette
Cigarette,cigarette
না-না-না,জানে না কেউ কি তা জানে?
হে আহা কী আরাম,টানে যে সে জানে?
যদি যায় বেড়ে বেড়ে যায় tension
যদি মনে কভু আসে frustration
যদি হারাও concentration
ফিরে পাবে satisfaction
[তারিফ করি তোর গুণের
তাই তোকে এত আদর করি]-২
Cigarette নহ তুমি শ্বেতপরি
গোল গোল সাদা,আহা মরি মরি!
আয় হায়,আয় হায়
হায় হায়,হায় হায় হায়
আঁটি বাটি আমার মাটি
খেলছে যে মোর কাটাকাটি
বজর বজর,বজর বজর
বজর,বজর,বজর কার
[বলবো,কত বলবো আর
Cigarettte-এর কী বাহার!]-২
টানলে জিনিস লম্বা হয়
তোমার বেলায় উল্টো তার!
তুমি কোথা থেকে নিলে migration?
তুমি বুদ্ধিতে দাও ধোঁয়া emotion
তুমি বিপদের মাঝে দাও solution
তাই জানালাম congratulation
[তারিফ করি তোর গুণের
তাই তোকে এত কদর করি]-২
Cigarette নহ তুমি শ্বেতপরি
গোল গোল সাদা,আহা মরি মরি!
ভাবনার প্রতি পলে তুমি সাথি
দুটি ঠোঁটের মাঝে আমি জড়িয়ে ধরি
Cigarette নহ তুমি শ্বেতপরি
গোল গোল সাদা,আহা মরি মরি!
বোলো সিগারেট মাঈয়া কী (জয়)
লেকিন মন মেঁ ইয়াদ রাখনা
সিগারেট শরীর কে লিএ খুব খারাব হ্যায়
(ওরে বাপরে বাপ কেউটে সাপ)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *