Cholte Somoy Thomke Daray Lyircs | চলতে সময় থমকে দাড়ায়

Cholte Somoy Thomke Daray Lyircs
চলতে সময় থমকে দাড়ায়

Cholte Somoy Thomke Daray Lyircs

চলতে সময়, থমকে দাড়ায়,
জেগে জেগে স্বপ্ন দেখি হায়,
তোমার এই হাত ধরতে চায়,
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন সে নেশায়,
বারে বার মন ছুটতে চায়,
চেনা মুখ ঘুরপাক খায়,
চোখের পাতায়।
আমি বার বার বহুবার
তোমাকে চাই।
আমি বার বার হাজার বার
তোমাকে চাই।
তুমি আমি আর নিরবতা,
শুনতে কি পাও এই মনে কথা।
ভোর আঁধারেও তোমায় দেখি,
তুমি কবিতা – তুমি কবি।
আজকাল মন ডুবে যায়,
অনুভবে তুমি ভাসো তাই,
এই আমি না চিনি আমায়,
চেনা আয়নায়।
আমি বার বার বহুবার
তোমাকে চাই।
আমি বার বার হাজার বার
তোমাকে চাই। – [ ২ বার ]
চলতে সময়, থমকে দাড়ায়,
জেগে জেগে স্বপ্ন দেখি হায়,
তোমার এই হাত ধরতে চায়,
ফাগুন হাওয়ায়।
কি মায়ার কোন সে নেশায়,
বারে বার মন ছুটতে চায়,
চেনা মুখ ঘুরপাক খায়,
চোখের পাতায়।
আমি বার বার বহুবার
তোমাকে চাই।
আমি বার বার হাজার বার
তোমাকে চাই। – [ ২ বার ]

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *