Chirodin Kokhono Karo Lyrics
চিরদিন কখনো কারো
Chirodin Kokhono Karo Lyrics
চিরদিন কখনো কারো
যায় না সমানে,
কখনো সুখ কখনো দুখ
আছে বিধির বিধানে।
কেউ করে ভাই জমিদারী,
কেউ করে তার দ্বারের দ্বারী
চক্র তাহারই,
ও যখন যেতে হবে সেই কাছারি
সমান বিচার সেইখানে।
যে করে ভাই পরের মন্দ,
তারই মন্দ করে গোবিন্দ
সাক্ষ্য তারই তো,
ও তার সর্ব-অঙ্গে হলো ভোগান্দর
গুরুপত্নী হরণে।
নীলকণ্ঠ ভেবে ভনে,
গতি নাই গোবিন্দ বিনে
নিদানের দিনে,
যদি এড়াবি সেই কাল শমনে
মতি রাখো তাঁর চরণে।