Vocal : Masud Hasan Ujjal
Band : Meghdol
Lyric : Masud Hasan Ujjal
Tune & Music : Meghdol
Drums: Joy
Keybord: Ashad
Flute: Sourabh
Album : Droher Montre Bhalobasha
Chena Ochena Lyrics
Chena Ochena Lyrics in Bangla
চলতি পথে কোনো bus-এর ভিড়ে
চেনা-অচেনার আলো-আঁধারে
চলতি পথে কোনো bus-এর ভিড়ে
কালো ধোঁয়া, ধোঁয়ার এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই, শুধু হারাই তোমার অরণ্যে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই, শুধু হারাই তোমার অরণ্যে
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
বুনে চলেছি অশ্রু-প্রপাত
এখানেই জেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই, শুধু হারাই তোমার অরণ্যে
নৈঃশব্দ্যের অমৃতলোকে
করেছি তোমায় রচনা
শব্দপ্রহর ঘুমিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
বুনে চলেছি অশ্রু-প্রপাত
এখানেই জেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
চেনা-অচেনার আলো-আঁধারে
চলতি পথে কোনো bus-এর ভিড়ে
চেনা-অচেনার আলো-আঁধারে
চলতি পথে কোনো bus-এর ভিড়ে
কালো ধোঁয়া, ধোঁয়ার এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই, শুধু হারাই তোমার অরণ্যে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই, শুধু হারাই তোমার অরণ্যে
Band: Meghdol
Song: Chena Ochena
Album: Meghdol (Remastered)
Lyrics and Tune: Shibu kumer Shill
Band Lineup (Current):
Vocal, Songwriter: Shibu kumer Shill
Vocal, Songwriter: Mejbaur Rahman Sumon
Bass: M G Kibria
Keyboards: Tanbeer Dawood Rony
Flute, Clarinet, Saxophone: Shourov Sarker
Drums: Amzad Hossain
Guitars: Rasheed Sharif Shoaib
Band Lineup (2005):
Vocal, Songwriter: Masud Hasan Ujjal
Vocal, Songwriter: Shibu kumer Shill
Vocal, Songwriter: Mejbaur Rahman Sumon
Bass: MG Kibria
Keyboards: Asad (Guest)
Flute: Shourov Sarker
Drums: Joy Prakash
Guitars: Rasheed Sharif Shoaib
————————————————————————
Chena Ochena Lyrics in Bengali
চেনা অচেনা আলো আঁধারে
চলতি পথে কোনো বাসের ভিড়ে
কালো ধোঁয়া ধোঁয়া এই শহরে
হাঁটছি আমি একা রোদ্দুরে
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে
ণৈঃশ্বব্দের অমৃত লোকে
করেছি তোমায় রচনা
শব্দ প্রহর ফুরিয়ে গেলেই
স্বপ্ন তুমি কামনা
তবুও অজস্র ক্রন্দন মেখে
মত্ত হয়েছি ব্যর্থ প্রলাপে
গুনে চলেছি অশ্রু প্রপাত
এখানেই যেনো জীবন ধারাপাত
আমি এক দিকভ্রান্ত পথিক
হারাই শুধু হারাই তোমার অরণ্যে