Chena Chena Lage Lyrics
চেনা চেনা লাগে
গানের কথাঃ চেনা চেনা লাগে তবু অচেনা
গীতিকারঃ ফজল শাহাবুদ্দীন,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ শ্যামল মিত্র,
চলচ্চিত্রঃ সূর্যকন্যা (২৭/০২/১৯৭৬ইং),
শ্রেষ্ঠাংশেঃ বুলবুল আহমেদ/জয়শ্রী/আহসান আলী সিডনী প্রমুখ,
পরিচালকঃ আলমগীর কবির।
Chena Chena Lage Lyrics
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না,
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না,
আ আ আ আ….আ আ আ…আ…
এলো মেলো পথচলা…
মনে মনে কথা বলা…
এলো মেলো পথচলা…
মনে মনে কথা বলা…
আকাশ ভরা,স্বপন ঝরা,
আকাশ ভরা,স্বপন ঝরা,
আকুল করা বেদনা…
ভালোবাসো যদি কাছে এসো না,
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না,
তুমি আমি যেন নদী…
চলে যাবো নিরবধি…
তুমি আমি যেন নদী…
চলে যাবো নিরবধি…
অজানা বেশে,যেখানে এসে,
অজানা বেশে,যেখানে এসে,
আঁধারে মেশে জোছনা…
ভালোবাসো যদি কাছে এসো না,
চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না!