Chele Amar Americai, Meye Kanaday | ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়

Chele Amar Americai, Meye Kanaday

ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়

সম্ভ্রম / কথা- শ ম রফিক

Chele Amar Americai, Meye Kanaday

ছেলে আমার আমেরিকায়, মেয়ে কানাডায়
আমি একা থাকি দেশে, স্বজন কেহ নাই(×২)
সারি সারি ঘর সাজানো , আসবাব দামী দামী
সেই বাড়িতে থাকি এখন, একমাত্র আমি
হোক না সেটা নিজের বাড়ি কিংবা বৃদ্ধাশ্রম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।
ইঞ্জিনিয়ার ছেলেমেয়ে থাকতো যদি দেশে
কি আর হতো,কেটে যেতো ওদের জীবন হেসে ×২
পরের দেশে আছে নাকি ওরা ভীষণ সুখে
সওদাগরি নৌকার মতো বেড়ায় ভেসে ভেসে,
একা থাকি সামনে দেখি সময় অতি কম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।।

মোবাইলে হয় না কথা, অনেক ব্যস্ত ওরা
আকাশ ছোঁয়া স্বপ্ন ওদের, স্বপ্ন দুচোখ ভরা
আমার দেখাশুনা এখন করে কাজের লোকে
একলা ঘরে শুয়ে থাকি ঘুম আসে না চোখে
জেগে জেগে স্বপ্ন দেখি কবে সেদিন আসে
ছেলে মেয়ে নাতি পুতি আমার চারিপাশে
ঘরে ঘরে জ্বলছে আলো বিভিন্ন রকম
নিজের দেশে আছি বেঁচে এটাই সম্ভ্রম ।।

পোষা বিড়াল ময়না পাখি আমার অনেক ভক্ত
আমিই বা আর কদিন আছি, মন করেছি শক্ত
মা যে তোদের গেছে চলে বছর পাঁচেক হলো
তাড়াতাড়ি যেতে পারি বিধি মুখ তোলো
মারা গেলে ভিডিও কলে দেখিস মরা মুখ
কাঁধে নেবে মাটি দেবে আশে পাশের লোক
মন খারাপ করবি না তোরা, কাঁদবি না একদম
নিজের দেশে মাটি হবো এটাই সম্ভ্রম ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *