Chander Alo Lage Bhalo Lyrics
চান্দের আলো লাগে ভালো Lyrics
শিরোনামঃ চান্দের আলো লাগে ভালো
শিল্পীঃ গোসাই বনমালী
ব্যান্ডঃ জলের গান
Chander Alo Lage Bhalo Lyrics
চান্দের আলো লাগে ভালো
চাঁদানী পশর রাইতে,
আরে বিহান বেলা লাগে ভালো
পিঠা পুলি খাইতে,
আহারি আহারি আহারি আহা আহা
শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস
বন্ধু আমার নাইয়র যাইবো মনে তাহার আশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ রে ।।
ভাপা পিঠার বাকা দোয়া
তেলে গরম তেল পুয়া,
দুধে ভিজা দুধ চিতই আর
খেজুর গুরের চিড়ার মোয়া,
শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস
বন্ধু আমার নাইয়র যাইবো মনে তাহার আশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ রে ।।
আরে উঠান দিল রুদ্রে দাওয়াত বেইন্না বেলা আইসো
আর শীতরে কইছে চাদর জরাই আরাম কইরা হাইসো,
মাচার কোনে বাগান দিলাম চড়ায় কত ফুল গো,
আরে শিশির আবার আইলো দিতে
পরাই কানের দুল রে দেখ ।
গ্রামের পথে কাচা মাটি ভিজা আছে তাই
মাঘের চাওয়াল আইলে পায়ে লাইগা থাকে চাই,
আরে পুকুর জলে তলে তলে রান্দা করিও তারা
জলের দোয়া দেইখা সারক মাতায় দিলো পাড়া
দেখ বাইন্দা গন চুল,
শিশির আবার আইলো দিতে
পরাই কানের দুল রে দেখ ।
চান্দের আলো লাগে ভালো
চাঁদনী পশর রাইতে,
বিহান বেলা লাগে ভাল পিঠা পুলি কাইতে,
আহারি আহারি আহারি আহা আহা,
শিশিরের ঘুমটা দেওয়া পৌষ মাস
বন্ধু আমার নাইয়র যাইবো মনে তাহার আশ রে
বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ রে ।।