ছাগল ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ Lyrics | Chagol Bhya Bhya Bhya Lyrics

ছাগল ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ Lyrics

Chagol Bhya Bhya Bhya Lyrics

 

Table of Contents

ছাগল ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ Lyrics

 

ছাগল ভ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ, ছাগল ভ্যাঁ —
শীতে গায়ে কাঁথা দিলেও বলবে, “দিছো ক্যা?”
রোদে গাছের ছায়ায় নিলেও বলবে, “নিছো ক্যা?”
বৃষ্টি দেখলে কাঁদবে — ভ্যাঁ!
কুত্তা দেখলেও কাঁদবে — ভ্যাঁ!
“বাঁচাও, বাঁচাও! উদ্ধার করো! দেরী কেন, হ্যাঁ?”
বিপদ কেটে গেলে বলবে, “উদ্ধার করছো ক্যা?”
রাজনীতিতে ছাগলবেশী নেতা গেছে বেড়ে,
শিং না থাকুক, লোকের দিকে যাচ্ছে ভীষণ তেড়ে।
বিপদকালে মুখ লুকানো নেতাও পরে চেঁচায়,
মুক্তি পেয়ে মুক্তিদাতার পায়েই দড়ি প্যাঁচায়।
কেউ না শুনুক, ‘ভ্যা ভ্যা ভ্যা’ শব্দ দূষণ করে —
আমজনতাকেও যেন ছাগল মনে করে!
মালিকে চায় ডানে চল,
বামে চলে ছাগল দল।
ছাগল-পাগল এক কাতারে, ভালো বুঝে না —
গোসল দিতে নিলে বলে, “চুবাইতেছো ক্যা?”

 

Chagol Bhya Bhya Bhya Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *