বুঝিলে বুঝিতে রে শ্যাম Lyrics | Bujhile Bujhite Re Shyam Lyrics

বুঝিলে বুঝিতে রে শ্যাম Lyrics

Bujhile Bujhite Re Shyam Lyrics

 

Bujhile Bujhite Re Shyam Lyrics

 

বুঝিলে বুঝিতে রে শ্যাম
বুঝিলে বুঝিতে রে শ্যাম
মনের বেদনা
আমার প্রাণের বেদনা শ্যাম
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
শ্যাম তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না ।।

পরকে ভুলাইতে পারো
নিজে কেন ভুলো
কুঞ্জবনে তোমার সনে কি কথা ছিল
বল কি কথা ছিল
তোমার প্রেমে মত্ত হইয়া
তোমার প্রেমে মত্ত হইয়া
মিছে রাধা হবোনা শ্যাম
মিছে রাধা হবোনা
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
শ্যাম তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না ।।

মিষ্টি বাশির সুরে সুরে চাইয়া আমার পানে
হাত ধরে বলেছিলে শ্যাম ভুলবেনা জীবনে
আমায় ভুলবেনা জীবনে
কথা দিয়া নৈরাশ করা
কথা দিয়া নৈরাশ করা
শ্যাম তোমায় সাজেনা গো
বন্ধু তোমায় সাজেনা
তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না
শ্যাম তুমি শুধু লীলা বোঝ মন বোঝ না ।।

 

বুঝিলে বুঝিতে রে শ্যাম Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *