Bou Harale Bou Pabire Lyrics
বউ হারালে বউ পাবি রে
কথা, সুর ও শিল্পী : নকুল কুমার বিশ্বাস
এ্যালবাম: ১৪ নম্বর গুদাম
ভিডিও ক্রেডিট : Asian TV
Bou Harale Bou Pabire Lyrics
বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে-ঘরে
মা হারালে মা পাবি না হাজার সাধন করে
তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান
তোমার দেহের রক্ত-মাংস মায়ের অবদান।
বিদেশ থেকে আসবে যখন অনেকদিন পর বাড়ি
বউ তাকাবে হাতের দিকে আনলে ক’টা শাড়ি
মা তাকিয়ে মুখের দিকে বলবে বুকে আয়রে সোনার চাঁন
তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান
তোমার দেহের রক্ত-মাংস মায়ের অবদান।
জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেড়ে
লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় ছেড়ে
শুধু মা যাবে না তোমায় ছেড়ে যতক্ষণ তার দেহে আছে প্রাণ
তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান
তোমার দেহের রক্ত-মাংস মায়ের অবদান।
তাই মায়ের সাথে করো না ভাই কাউকে তুলনা
এই দুনিয়াটা ভুলে গেলেও মাকে ভুলো না
মনে রেখো স্বর্গধাম আর মায়ের মাঝে নাই রে ব্যবধান
তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান
তোমার দেহের রক্ত-মাংস মায়ের অবদান।