Bone Noy Mone Mor Pakhi Lyrics | বনে নয় মনে মোর পাখি

Bone Noy Mone Mor Pakhi Lyrics

বনে নয় মনে মোর পাখি
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর: নচিকেতা ঘোষ
শিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়

Bone Noy Mone Mor Pakhi Lyrics

[বনে নয় মনে মোর,
পাখি আজ গান গায়]-২
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর
পাখি আজ গান গায়,বনে নয়
রে গা পা গা রে সা
নি ধা পা গা রে সা

[একি তবে রূপময়
অপরূপ দিলো ডাক]-২
স্বপনের সমারোহে
বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে
উন্মনা মন যেন
তারই সাড়া পায়।
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর
পাখি আজ গান গায়,বনে নয়
গা নি সা নি ধা পা মা গা
মা গা রে সা নি রে সা
গা পা নি পা গা পা মা গা
মা গা রে সা নি রে সা

চম্পা বকুলের ভাঙে ঘুম ভাঙে ঘুম
চঞ্চল হলো আজ ফাল্গুন ভাঙে ঘুম
কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
হায় কার সে চরণের সুর বাজে রুমঝুম রুমঝুম
রঙে রূপে জানিনা এ সুন্দর নীলাকাশ
সেকি তবে এ জীবনে মধুরের উপহাস
কার ফুল বাঁশরীতে এই আমি আপনারে
যেন খুঁজে পায়।
এই ঝিরিঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয়
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
বনে নয় বনে নয় বনে নয়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *