Bondhu Tomay Lyrics | বন্ধু তোমায় – Chandrabindu | ছেঁড়া ঘুড়ি রঙিন বল

Bondhu Tomay Lyrics
বন্ধু তোমায় – Chandrabindu
ছেঁড়া ঘুড়ি রঙিন বল

Bondhu Tomay Lyrics

ছেঁড়া ঘুড়ি, রঙিন বল, এটুকুই সম্বল,
আর ছিলো রোদ্রুরে পাওয়া বিকেল বেলা…
বাজে বাঁকা রাত্রি দিন,অ্যাষ্টেরিক্স, টিনটিন
এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেত গৌধুলী মিছিলে
সবার অলক্ষ্যেতে তুমিও কি ছিলে?
হাওয়ায় হাওয়ায়… হাওয়ায় হাওয়ায়…
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়-২
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়।
গল্পের মত,
ইস্কুল বাড়ি,
জমে ওঠা ক্ষত,
খেলবো না আড়ি-২
সে খেলা কানাগলি রোজ চুপিসারে
এবং আগুন ছিলো লাষ্ট কাউন্টারে-২
হাওয়ায় হাওয়ায়… হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়-২
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়।
বইমেলা ধূলো,
গারগি শ্রেয়সী,
চেনা মুখগুলো,
পরিচিত হাসি-২
সে হাসি রৌদ ঝিকিমিকি কার্ণিসে
সাহসী চুম্বন আজো পারেনি সে-২
হাওয়ায় হাওয়ায়… হাওয়ায় হাওয়ায়…
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়-২
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়।
ছেঁড়া ছবি, স্ফটিক জল, এইটুকুই সম্বল,
বাদবাকি রৌদ চলে যাওয়া বিকেল বেলায়…
একঘেয়ে ক্লান্ত দিন, ক্যামপোজ, য়েস্পেরিন
যানজটে দেরী হয়ে গেল এই কালবেলায়
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রৌদ্রুরে-২
হাওয়ায় হাওয়ায়… হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়-২
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এই গান শুনাবো বিকেল বেলায়।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *