Bolo Dugga Maiki Lyrics
বলো দুগ্গা মাঈকি Lyrics
Song: Bolo Dugga Maiki
Singers: Nakash Aziz, Nikhita Gandhi
Music composer: Jeet Gannguliহেডফোনের সেরা অফার
Lyricist: Prasen
Starring: John, Sanjana
Label: SVF Music
আগমনী গান
দুর্গা পূজার গান
বলো দুগ্গা মাঈকি Lyrics
(বলো দুগ্গা মাঈকি…জয়)হেডফোনের সেরা অফার
এলো এলো এলো দুগ্গা মা
এলো এলো এলো দুগ্গা মা…
এলো এই একচালাতে
ছেলেমেয়ে সঙ্গে সাথে
ক’টা দিন জমিয়ে মজা
ছোটো বড় সবাই রাজা
এতটাই বড় মায়ের মন
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
ঢাকের আওয়াজ, শাঁখের আওয়াজ
মন করে চনমন
অল্প হলেও আড্ডা হবে
ঘুচিয়ে উচাটন
কাছেদের সঙ্গে পেলে
খুশি আর ধরে না
জুটে গেলে ফুর্তি দেদার
কিছু মনে পড়েনা
এ ক’দিন অন্য রে জীবন
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
কাশবনেতে লাগবে দোলা
শরৎ শরৎ মেঘ
রাস্তাতে ঐ ঝর্ণা আলো
জাগাবে আবেগ
এলো এই একচালাতে
ছেলেমেয়ে সঙ্গে সাথে
ক’টা দিন জমিয়ে মজা
ছোটো বড় সবাই রাজা
এতটাই বড় মায়ের মন
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
দুগ্গা মা দুগ্গা মা বলো দুগ্গা মা
Bolo Dugga Maiki Lyrics
Bolo Dugga Maiki Joy
Elo elo elo dugga maa
Elo elo elo Dugga maa
Elo ei ekchala te
Chhele meye songe sathe
Kota din jomiye maja
Chhoto boro sobai raja
Eto tai boro maa er mon
Dugga Maa Dugga Maa, bolo Dugga Maa