Song : Bhul Koreche Bhul
Artist : Mahtim Shakib, Madhubanti Bagchi
Composer : Prasen-Mainak
Lyricist : Prasen
Programming & Sound design : Mainak Mazoomdar
Music AD & Sound Engineer : DevJeet Roy Chowdhury
Rhythm Design : DevJeet Roy Chowdhury, Soumya Mukherjee
Additional Vocals : Soumya Mukherjee, Shiladitya Sarkar, Mainak Mazoomdar
Musicians :
Acoustic Guitar, Bass Guitar, Mandolin: Raja Chowdhury
Flute : Bipra Bala
Recording Engineers : Tanmay Saha at Aural Workstation, Shiladitya Sarkar at On Air Theatre, Wahid Shahin for Mahtim Shakib.
Mixed by : Mohit Shankar.
Vocal Mixed & Mastered by : Shiladitya Sarkar at On Air Theatre, Kolkata
Presented By : Prasen’er Dolbol.
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
আমি পদ্ম পাতার জল
তুমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।
তোমার কাছে হয়তো এসব
নিছক খেলাঘর,
তবু ঘুম পেয়ে যায় ঘুম ভাঙানোর পর। (২ বার)
তুমি পদ্ম পাতার জল
আমি নাম না জানা ফুল
আমি রহস্যের রাজপথ
তুমি পালিয়েছো ইস্কুল।
ভুল করেছে ভুল
তোমার এলো চুল,
ভুল করেছি এই মধুমাসের বেলায়।।
Bhul Koreche Bhul Lyrics in English
Bhul koreche bhul tomar elo chul
Bhul korechi ei modhumaser belay
Ami podmo patar jol
Tumi naam na jana phul
Ami rohossher raajpoth
Tumi paliyecho iskul
Tomar kache hoyto esob
nichok khelaghor
Tobu ghum peye jaay ghum vanganor por
Tomar kache hoyto esob
nichok khelar ghor
Keno ghum peye jaay ghum bhanganor por
Tumi poddo patar jol
Ami naam na jana ful
Ami rahasya er rajpoth
Tumi paliyecho iskul
মানুষের জীবনে সুখ দুঃখ সবই সাময়িক৷ কোনও কিছুই স্থায়ী নয়। সবই পদ্মপাতার জলের মতোই অস্থায়ী। আর এই ছোট ছোট সুখ দুঃখ নিয়েই সিনেমা ‘কুলের আচার’। মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, সুজন মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমাটায় ফুটে উঠেছে এক পরিবারের গল্প। রইল এই সিনেমা থেকে প্রথম গান ‘ভুল করেছে ভুল’। প্রসেনের দলবলের বানানো এই গানটা গেয়েছে মাহতিম শাকিব আর মধুবন্তী বাগচি।
Tune in to the subtle melancholia of “Bhul Koreche Bhul”, from Kuler Achaar as the vocal symphonies of Mahtim Shakib and Madhubanti Bagchi complement the beautifully made song from Prasener Dolbol.