Bhojbajir Khela Lyrics
ভোজবাজির খেলা
ভোজবাজির খেলা
ও তোর দিনের আলো নিভে গেলে
পড়বি রে ঘোর অন্ধকারে,
দেহ খাঁচা রবে পড়ে প্রাণপাখি ছাড়া, রে মন
খেলো মন দুইদিনেরই ভোজবাজির খেলা।
ছিল যারা সঙ্গের সাথী পুত্র-পরিজন
দম ফুরাইলে কেউ রবে না একেলা তখন,
আসবে মরণ দিনে রাতে
না জানি কোন সাঁঝ-প্রভাতে,
কালেমা শাহাদাৎ পড়বে বিদায় বেলায়।
পাড়া-পড়শী ছিল যারা আত্মীয়-স্বজন
সঙ্গের সাথী কেউ রবে না, ভাবছ কি রে মন,
জীবন-প্রদীপ নিভে গেলে
যাবি রে তুই ওই কবরে,
দীনের অধীন কেঁদে বলে,
এই ভবের মেলা, রে মন
খেলো মন দুইদিনেরই ভোজবাজির খেলা।