Bhobosagore Bhaber Manush Lyrics
ভাবসাগরে ভাবের মানুষ
ভবা পাগলা
Bhobosagore Bhaber Manush Lyrics
ভাবসাগরে ভাবের মানুষ
কেমন ব’সে আছে ভাব ধ’রে,
থাকো ভাবে ব’সে রসে মিশে
ওরে ক্ষ্যাপা, এই সাধুসঙ্গে রসে মিশে,
ভজবে যদি শ্রীহরি।
ভাব ছাড়া সে কয় না কথা
পঞ্চ ভাব যার হৃদে গাঁথা,
ও সে ভাবের মানুষ আলেকলতা
ও তার আওয়াজ বুঝে নাও চিনে।
ভাবে আসে ভাবে বসে
ভাবে দেখে ভাবে লেখে
ওরে আনকথা তার নাই রে মুখে
ওরে ক্ষ্যাপা, রয়েছে ভাব নেহার করে।
আর থাকতে স্বভাব হয় না সে ভাব
স্বভাব গেলে কিসের অভাব,
আবার সেই ভাবতে হয় মহাভাব
ওরে ভাবতে ভাব নেহার করে।
জাতি বিদ্যা মহতানা
থাকতে দেহে ভাব হবে না,
তাই ভবা রে তোর স্বভাব কানা
এখন পড়েছিস কলির ঘোরে।