ভাগ্যদেবতা
Bhagya Debata
ছায়াছবি: ভাগ্যদেবতা (১৯৯৫)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: মধু-গোপাল বর্মন
কণ্ঠ: উদিত নারায়ণ
Bhagya Debata Lyrics
ভাগ্যদেবতা ভাগ্যদেবতা
কোনোকিছুই দেবে না,
সে কিছুই পাবে না
তাঁর দয়া হবে না,
কাছে ডেকে নেবে না
তুমি যা চেয়েছো,যাচা করেছো
কেড়ে নিতে হবে তোমাকে,
নিজেকে ভুলো না
ভাগ্যদেবতা ভাগ্যদেবতা।
[মুখ যে ফেরালো,
চোখ যে ঘোরালো
তাকে কিছু দিয়ে যাও;
তার চেহারা শক্ত দুহাতে
ভালো করে বদলাও]-২
[মায়াজাল ছিঁড়ে দাও,
বৃথাকে ফেলে দাও (হে)]-২
তুমি যা চেয়েছো,যাচা করেছো
কেড়ে নিতে হবে তোমাকে,
নিজেকে ভুলো না
ভাগ্যদেবতা ভাগ্যদেবতা।
[একটি শয়তান বাঁচলে পরে যে
লক্ষ ফুলেরা ঝরে
মন্দিরে নেভে পঞ্চপ্রদীপ যে
কালবৈশাখির ঝড়ে]-২
[মায়াজাল ছিঁড়ে দাও,
বৃথাকে ফেলে দাও (হে)]-২
তুমি যা চেয়েছো,যাচা করেছো
কেড়ে নিতে হবে তোমাকে,
নিজেকে ভুলো না
ভাগ্যদেবতা ভাগ্যদেবতা।
কোনোকিছুই দেবে না,
সে কিছুই পাবে না
তাঁর দয়া হবে না,
কাছে ডেকে নেবে না
তুমি যা চেয়েছো,যাচা করেছো
কেড়ে নিতে হবে তোমাকে,
নিজেকে ভুলো না
ভাগ্যদেবতা ভাগ্যদেবতা।