Behaya Lyrics | বেহায়া Lyrics | Ekannoborti | Lagnajita

Behaya Lyrics | বেহায়া Lyrics

Ekannoborti | Lagnajita

Behaya
Song by Lagnajita Chakraborty ‧ 2021
Presented By – Prasen’er Dolbol
Singer – Lagnajita Chakraborty
Composer – Mainak Mazoomdar
Lyrics – Nilanjan Chakraborty
Guitar Design – Raja Chowdhury
Strings Design – Biswadeep Biswas
Programming and Sound design – Mainak Mazoomdar
Recording Engineer – Annreeju Ray at Aural Workstation,Kolkata.
Mixed & Masterd by – Mohit Shankar at Gravity Studios,Mumbai.

আগমনী গান
দুর্গা পূজার গান


Behaya Lyrics


আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর পথ হারালো
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলো
এক লাফেতেই আকাশ ছোঁয়া
আসমানী রঙ মাখতো
জাদুর ছড়ি দিয়ে
বোবা সব মুহূর্তদের
শুনতো কথা চুপটি করে
বলে নাকি ঘর বানাবে
রামধনুদের নিয়ে
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলোর
লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ
বৃষ্টি ছিল রাতে
একখানা জাহাজ বাড়ি
সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দু’জন মিলেই
স্বপ্ন দেখবো তাতে
আমাদের ইচ্ছে ছিল
হারিয়ে যাবো ইচ্ছে করেই
নিজেদের মন ভাঙবো
নিজেই নেবো জুড়ে
জীবনের নতুন বানান
লিখবো দু’জন আজীবনে
প্রেমে রোজ শব্দ বসুক
খামখেয়ালের সুরে
আমাদের গল্পগুলো
আমাদের গল্পগুলো
অল্প সময় ঘর পাতালো
তারপর হারিয়ে গেল
তোমায় আমায় নিয়ে
আগে যদি বুঝতো তারা
মনের নদীর তল পাবে না
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে
বেহায়া মুখ পোড়াতো
অন্য কোথাও গিয়ে


বেহায়া Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *