বেগুন তুলিতে Lyrics | Begun Tulite Lyrics

বেগুন তুলিতে Lyrics

Begun Tulite Lyrics

 

Table of Contents

বেগুন তুলিতে Lyrics

সন্ধা বেলা বেগুন খেতে
করতে গেলাম চুরি
বেগুন আলা অমনি আমার হাত নিলো ধরি
আর ধইরা নিয়া ভইরা দিলো
বেগুন আমার ঝুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে
বেগুন তাকে চল

আগুনে বেগুন তলো
রান্না ঘরটা খোল
হবে যে বেগুন ঝোল

হালকা করে পোড়া
পেপারে ওটাকে মোড়া
বেগুনের চালটা সরা
ভর্তা হবে কড়া

আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে

লঙ্কা পেঁয়াজ কাঁট
সাথে জলজিরার চাট
দেবে যে অনেকেই বাট
এটাই মধুর চাট
মামা বাংলা মদের চাট

আরে কালা বেগুন মুখ লুকালো
হই হই হই
আরে কালা বেগুন মুখ লুকালো

আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে

বাজারে গিয়ে তো দেখ
ভরে বাজারে ব্যাগ
বাজারে বেগুনই টপ
অনেকেই দিয়েছে ধপ
খাবো না আলুর চপ
তাই খুঁজি বেগুনের শপ

আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে

আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে
বাংলা গানে আছে তো ভাইব
হাতে আমারও থাকছে মাইক
ক্লাব ডিজেদের আলাদাই হিপ
ক্রাউড নাচছে পুরোটো শিখে

বেগুন আমি কিনে খাবো
চুরি না চেয়ে নেবো
লুচির সাথে বেগুন ভাজা
খেতে লাগে ভারি মজা

খাবারের পাতে বেগুন ভাজা
লম্বা বেগুন প্রেমিক রাজা
বাজার গেলে বেগুন নিও
বেগুন হবে সবার প্রিয়

আর যাবো নাহ বেগুন তুলিতে
আর যাবো নাহ বেগুন তুলিতে

 

 

Begun Tulite Lyrics

Sondha Bela Begun Khete
Korte gelam churi
begun alaa omni amar hat nilo dhori
ar dhoira niye boira dilo
begun amar julite
ar jabo nha begun tulite
ar jabo nah begun tulite
begun take chol

agune begun tol
ranna ghor ta khol
hobe je begun jhol

halka kore pora
pepare otake mora
beguner chal ta sora
vorta hobe kora

ar jabo nha begun tulite
ar jabo nah begun tulite

lonkha peyaj kath

sathe joljirar chat

debe je onekei bath

etai modhr chat
mama bangla moder chat

are kana begun mhuk lokalo
hoi hoi hoi
are kana begun mhuk lokalo

ar jabo nha begun tulite
ar jabo nah begun tulite

bajare giye to dekh

vhore bazare bag

bajare begun ei top

onek diyeche dhop

kahbo nah alur chop

tai khuchi beguner shop

ar jabo nha begun tulite
ar jabo nah begun tulite

ar jabo nah begun tule te

ar jabo nah begun tuli te
bangla gane ache to vibe
hate amaro thakche mic
club dj der aladai hipe
crwd nach to puro to sikhe

begun ami kine khabo
churi nah ceye nebo
luchur sathe begun baza
khete lage vari moja

khabr pate begun baza
lomba begun pemik raja
bazar gele begun nio
begun hobe sobar prioo

ar jabo nha begun tulite
ar jabo nah begun tulite

 

 

 

Song Rap writer – Manchu Dada
Hook Line Writer – Sayad Abdus Samad
Rap Vocal – Manchu Dada
Hook Vocal – Manchu Dada
Mix Mastering – Studio Seven
Cinematographer – K Kartick
Direction – Manchu Dada K kartick
VIDEO EDIT And colourist – Guru
Dance Co- Rajesh Da
Cast – Rimpa Saha Jitu

 

গানটির সংক্ষিপ্ত পরিচিতি

“বেগুন তুলিতে” গানটি একটি জনপ্রিয় বাংলা গান, যা তার অনন্য লিরিক্স এবং লোকজ ধাঁচের জন্য শ্রোতাদের মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। গানটির প্রধান আকর্ষণ হলো এর সহজ, সাবলীল এবং হাস্যরসাত্মক কথা, যা দৈনন্দিন জীবনের একটি মজার ঘটনাকে তুলে ধরে। মাঞ্চু দাদা এবং সাঈদ আব্দুস সামাদ-এর যৌথ সৃষ্টি এই গানটি র্যাপ এবং লোকগানের এক দারুণ মিশ্রণ। গানটির প্রতিটি পংক্তিতে রয়েছে এক ভিন্ন রকমের ছন্দ এবং গল্প, যা শ্রোতাদের সহজেই আকর্ষণ করে।

 

“বেগুন তুলিতে” গানটি হলো এক মজার গল্প, যেখানে বেগুন চুরি করতে গিয়ে এক বেগুন বিক্রেতার কাছে ধরা পড়ার কাহিনি বর্ণনা করা হয়েছে। মাঞ্চু দাদার র্যাপ ভয়েস এবং সাঈদ আব্দুস সামাদের হুক লাইনের মেলবন্ধন এই গানটিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। গানটির সঙ্গীত এবং লিরিক্সে লোকগানের স্বাদ পাওয়া যায়, যা আধুনিক র্যাপের সাথে মিশে এক নতুন ধারা তৈরি করেছে। যারা বাংলা র্যাপ এবং নতুন ধরনের গানের সন্ধান করছেন, তাদের জন্য এই গানটি একটি দারুণ পছন্দ। গানটির মিউজিক ভিডিওটিও বেশ আকর্ষণীয় এবং এতে গানটির গল্পের একটি সুন্দর ভিজ্যুয়াল রূপ দেওয়া হয়েছে। “বেগুন তুলিতে” লিরিক্স, মাঞ্চু দাদার গান, বাংলা র্যাপ গান, লোকগান – এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে গানটি সহজেই খুঁজে পাওয়া যাবে।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: “বেগুন তুলিতে” গানটির রচয়িতা কে? উত্তর: গানটির র‍্যাপ লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন মাঞ্চু দাদা। এর হুক লাইনটি লিখেছেন সাঈদ আব্দুস সামাদ।

প্রশ্ন: এই গানটির মূল থিম কী? উত্তর: এই গানটির মূল থিম হলো একটি মজার গল্প, যেখানে বেগুন চুরি করতে গিয়ে ধরা পড়ার পর বেগুন বিক্রেতার সঙ্গে একটি মজার কথোপকথন ফুটে উঠেছে। এটি লোকজ এবং র্যাপের একটি মিশ্রণ।

প্রশ্ন: “বেগুন তুলিতে” গানটির ভিডিও কোথায় পাওয়া যাবে? উত্তর: গানটির অফিসিয়াল ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। ভিডিওর লিঙ্কটি হলো: https://youtu.be/-WoCZMWCOc4

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *