বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা
রাঙা চরণ রাঙা জবা মা মা তোর
বড় সাধ হয়েছে দেবো জবা
Baro Sadh Hoyeche Debo Jaba
সাধক ভবা পাগলার গান
সংগীত: সুজন বিশ্বাস
কণ্ঠ: নিত্যানন্দ সিংহ রায়
Baro Sadh Hoyeche Debo Jaba Lyrics
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা
[রাঙা চরণ রাঙা জবা (মা মা তোর)]-২
ভালো হবে মিলনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।
[তুলেছি মা বনের জবা
রাঙা পায়ে হবে শোভা]-২
[ছড়িয়ে যাবে রাঙা আভা]-২
তোরই বিশ্ব ভুবনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।
[তুই যদি মা ইচ্ছা করে
ঠেলে ফেলিস অভাগারে]-২
ভুল করেছি তবে জবা ছিঁড়ে
আমি ভুল করেছি জবা ছিঁড়ে
আর যাবো না ফুলবনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।
[তোরই চরণ পাবার লাগি
শিব হয়েছেন মহাযোগী]-২
[আমি যে মা বিষয়-ভোগী]-২
ভাগ্য শূন্য জানি মনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।
[তোর দয়ার নাই মা সীমা
নইলে কি কেউ ডাকতো শ্যামা?]-২
[ভবা কয়,মা,তোর মহিমা]-২
বুঝতে দে গো দরশনে
বড় সাধ হয়েছে দেবো জবা
তোরই দুটি চরণে
বড় সাধ হয়েছে দেবো জবা।